ইতি-উতি

একে শীতকাল, তার উপর সামনে বড়দিন। শহর জুড়ে শুধু উৎসব নয়, প্রেমেরও মরসুম। বড়দিনের প্রেম (Christmas Dating) বলেও তো একটা কথা আছে না কি! তবে কলকাতা শহরের ভিড় মানুষকে পাশাপাশি হাঁটতেও দেয় না। বিশেষ করে এই উৎসবের দিনগুলিতে তো শহরে পা ফেলাই দায় হয়। আর এই সব রঙিন দিনে...
রোজকার একঘেয়েমি কাটাতে একটু ঢু মারতে কার না মন চায়। দিন কয়েকের জন্য জায়গার পরিবর্তন হলে মনও পরিবর্তন হয়। একঘেয়েমির ক্লান্তিতে অবশ মন আচকমাই ছুটির আনন্দে চনমনে হয়ে ওঠে। তাই সম্পর্কের টানাপড়েন কম করতে দিন কয়েক কাছে পিঠে বেরিয়ে আসা যেতেই পারে। আপনার ডেস্টিনেশন হতে পারে পাশেরই খয়রাবেড়া ড্যাম...
প্রেম করছেন। কিন্তু পকেট গড়ের মাঠ? চিন্তা নেই। খুব কম খরচায় প্রেমিকাকে নিয়ে কলকাতায় ঘুরে বেড়ানোর ১০টি জায়গার ঠিকানা এই প্রতিবেদনে তুলে দিলাম আমরা। মানুষের মনে যখন প্রেম আসে, সেই সময় সাধারণত পকেট ফাঁকায় থাকে। প্রথমে চাকরি করবো, টাকা রোজগার করবো তারপর সেজেগুজে প্রেম করবো, এমনটা সাধারণত হয় না। সেরকম...

Latest Posts