40 বছরের পুরনো স্মৃতি ফিরিয়ে Walkman নিয়ে এসেছিল Sony। কিন্তু তাতে ভারতীয়দের মন মোটেই ভাল ছিল না। কারণ, তার যা দাম রাখা হয়েছিল, তা মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে ছিল। সেই কথাটা মাথায় রেখেই এবার ভারতের বাজারে কম দামি একটি ওয়াকম্যান লঞ্চ করা হয়েছে। বৃহস্পতিবার, 9 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করে গেল Sony NW-A306 Walkman। লেটেস্ট ওয়াকম্যানের দাম 25,990 টাকা। রয়েছে 3.6 ইঞ্চির ডিসপ্লে, যা অত্যন্ত ভাল মানের অ্যালুমিনিয়াম ফ্রেম দ্বারা সুরক্ষিত। কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরের এই ডিভাইসের অডিও কোয়ালিটি দুর্দান্ত।
কয়েক দিন আগেই Sony আর একটি ওয়াকম্যান লঞ্চ করেছিল, যার নাম NW-ZX707। সেটি একটি আদ্যোপান্ত হাই-এন্ড ওয়াকম্যান ছিল। 5 ইঞ্চি ডিসপ্লের এই ওয়াকম্যানের দাম ভারতের বাজারে 69,900 টাকা। এখন আপনিই বলুন, স্মৃতি বিজড়িত হয়ে কী একটা স্কুটারের দামে ওয়াকম্যান কেনা সম্ভব!
Sony-র নতুন NW-A306 ওয়াকম্যানটি খুবই হাল্কা। লাইটওয়েট ডিভাইসটির ওজন মাত্র 113 গ্রাম। একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্স দেওয়া হয়েছে এই ওয়াকম্যানে। S-Master HX প্রযুক্তি দেওয়া হয়েছে এতে। পরিষ্কার এবং শক্তিশালী সাউন্ড কোয়ালিটির জন্যই এই প্রযুক্তি ডিজ়াইন করা হয়েছে। দাবি করা হচ্ছে, DSD নামক স্পেশ্যাল ফর্ম্যাটে এই প্রযুক্তির মাধ্যমে মিউজ়িক ফাইলগুলি খুব ভাল ভাবে কাজ করে।
সমগ্র ভারতে Sony Centerগুলি থেকে কিনতে পারবেন এই ডিভাইস। পাশাপাশি Headphone Zone, বড় ইলেকট্রনিক্স দোকান এবং বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাবে Sony NW-A306 Walkman। 9 ফেব্রুয়ারি, 2023 থেকে ওয়াকম্যানটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
ডিভাইসটিতে টাচ স্ক্রিন এবং ট্যাক্টাইল ফিজ়িক্যাল মিউজ়িক কন্ট্রোলও রয়েছে। দীর্ঘ সময়ের জন্য ব্যাটারি ব্যাকআপ দিতে পারে ডিভাইসটি। একটানা 36 ঘণ্টা পর্যন্ত মিউজ়িক প্লেব্যাক দিতে সক্ষম এই সনি ওয়াকম্যান টানা 26 ঘণ্টার জন্য মিউজ়িক স্ট্রিমিংও করতে পারে। পাশাপাশি Sony NW-A306 Walkman আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এবং এতে একটি স্পেশ্যাল ইঞ্জিন রয়েছে, যার নাম DSEE Ultimate। এই ইঞ্জিনের সাহায্যে ওয়াকম্যানটি কম্প্রেসড মিউজ়িক ফাইল ক্রিয়েট করতে পারে, রিয়্যাল-টাইমে যার সাউন্ড খুবই ভাল শোনায়।