শুরু হয়ে গেল ভালোবাসার পক্ষ। এক সপ্তাহ ধরে প্রতিদিন একটি নির্দিষ্ট দিন মেনে শেষে গিয়ে Valentine day পড়বে। প্রথন দিন গোলাপ দিবস। এই গোলাপ দিবস বা Rose Day প্রত্যেকে প্রেমিকার কাছে এক মনে রাখার মতো দিন।

প্রেমিক প্রেমিকারা একে অপরকে গোলাপ উপহার দিয়ে তারা তাদের ভালোবাসা প্রকাশ করবে। এই দিনটির জন্য সদ্য প্রেমে পরেছে এমন অনেক প্রেমিক প্রেমিকা রীতিমত অপেক্ষা করে বসে থাকে। কখন তার প্রেমিকাকে একটি গোলাপ দেবে। আজ বাজারে নানা রঙের গোলাপ পাওয়া যাবে। লাল, হলুদ, গোলাপী, সাদা গোলাপে বাজারে ভরে থাকবে। দামও অনেক বেশী হবে।  

আচ্ছা এই Rose Day কেন এই একই দিনে পালিত হয় –

গোলাপ হল অনুভূতি প্রকাশের প্রতীক। মোঘল সম্রাজ্ঞী নুরজাহান লাল গোলাপ পছন্দ করতেন, এবং এই লাল গোলাপ প্রতিদিন তার স্বামী তারা প্রাসাদে পাঠাতেন।

আপনি কি রঙের গোলাপ দেবেন তার নির্বাচন করার আগে জেনে নিন, কোন পরিস্থিতে কাকে কি রঙের গোলাপ উপহার দেবেন।

গোলাপের বিভিন্ন রঙের অর্থ-

লাল গোলাপ- লাল গোলাপ প্রেম, আবেগের সাথে যুক্ত হয়ে আছে। লাল গোলাপের সাহায্যে সামনের মানুষটিকে সহজে প্রেম নিবেদন করতে পারেন। লাল গোলাপ বলছে—আমি তোমাকে ভালোবাসি।

Rose Day 3

সাদা গোলাপ বলছে—আমার অনুভূতিগুলো পবিত্র।

হলুদ গোলাপ- একে বন্ধুত্বের প্রতীক মনে করা হয়। হলুদ গোলাপ সুখ আর স্বাস্থ্যের প্রতীক। হলুদ গোলাপ বলছে—তুমি আমার জীবনে আনন্দে ভরে দিয়েছ। চলো আমরা বন্ধু হই।

সাদা গোলাপ- সাদা গলাপ শান্তির প্রতীক। প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া বা কথা কাটাকটি হয়ে সাদা গোলাপ দিয়ে নতুন করে শুরু করতে পারেন । সাদা গোলাপ বলছে—আমার অনুভূতিগুলো পবিত্র।

গোলাপী গোলাপ- আপনি কি কারোর সাথে ঝগড়া করেছেন? এছাড়া সাদা গোলাপ শান্তির প্রতীক। গোলাপি গোলাপ বলছে—আমি তোমাকে পছন্দ করি। কাউকে ধন্যবাদ জানাতে গোলাপী গোলাপ দেয়া সঠিক ব্যাপার।

কমলা গোলাপকে প্রেমে আবেগ আর উদ্দীপনার প্রতীক হিসেবে ধরা হয়।

ল্যাভেন্ডার রঙের গোলাপটা বলছে—আমি তোমার প্রতি মুগ্ধ।

নীল গোলাপ বলছে—তুমি এক দুষ্প্রাপ্য স্বপ্ন।

Previous articleMiracle Pogue : ঠাকুরদার চেয়েও বয়সে বড় প্রেমিককে বিয়ে করে সন্তানের অপেক্ষায় ২৪-এর তরুণী
Next articleWhat is Love : প্রেম কারে কয়, কী বলছে বিজ্ঞান?