প্রেমের ছন্দ নিশ্চয় বোঝো? বোঝো না একথা বলি কী করে? কিন্তু ঠিক ঠাক লিখতে পারো না? তাই তো? আরে এতে লজ্জা পাওয়ার কিছু নেই। সিনেমার গানেই লেখা হয়েছে, ‘‘প্রেম করেছি বেশ করেছি, করবই তো।’’ হ্যাঁ, তাই তো। প্রেম করেছেন বলে কি চুপ করে থাকতে হবে না কি?

মোটেও না। বেশ, সবই তো বুঝলাম। কিন্তু মনের মানুষটিকে প্রেমের কথা বলবে কী করে? ‘আমি তোমাকে ভালোবাসি’ – এই কথা বলে? উহু। মোটেও না। এভাবে সরাসরি প্রেম নিবেদন করলে মনে হবে যেন তুমি তাকে গড় হয়ে প্রণাম করছ। এত সোজাসুজি প্রেম নিবেদন না করাই ভালো। তাহলে উপায়? উপায় অনেক আছে। হোয়াটস অ্যাপে চ্যাট। কিংবা এসএমএস। অথবা অন্য কোনও অনলাইন চ্যাট।

কিন্তু সবেতেই কিছু তো একটা বলতে হবে বা লিখতে হবে। ইমোজি ব্যবহার করতে পারো। তবে সেটাও হবে প্রেমের ভাব বোঝানোর জন্য। মুশকিল হল, প্রেমের কথা বলতে গেলে ওই ‘ভালোবাসি’ কথাটা তো বলতে হবে। সেটা তো আর ইমোজিকে দিয়ে বলানো যাবে না। অতএব এখানেই চলে আসে প্রেমের ছন্দের কথা। প্রেমের কবিতার কথা। এই প্রতিবেদনে আপনার জন্য রইল বাছাই করা সেরা প্রেমের ছন্দ –

প্রেমের ছন্দ নাম্বার ১

পাখি ডাকে কুহু কুহু, গাছে এল ফুল

বন্ধু তোমায় দেখব বলে পথ করেছি ভুল

কোথায় বন্ধু তোমার বাড়ি কোথায় তোমার ঘর

এত তোমায় কাছে ডাকি তাও ভাব আমায় পর

প্রেমের ছন্দ নাম্বার ২

আকাশের চাঁদ আছে ফুলের আছে গন্ধ

তোমার রূপেতে হায়, ভোমরা হয়েছে অন্ধ

সেই ভোমরা শেষে কিনা এল আমার কাছে

রূপের কথা শুনে দেখি আমারও মন গেছে

প্রেমের ছন্দ নাম্বার ৩

মনের কথা মনেই রইল হলো না কো কওয়া

ঘরেতে শুধু শরীর পরে মন গিয়েছে খোয়া

জানি জানি সব জানো তুমি তবু দাওনা সাড়া

তোমার প্রেমে সব হারিয়ে আমি সর্বহারা

প্রেমের ছন্দ নাম্বার ৪

কেন শুধু চ্যাট কর হোয়াটসঅ্যাপেতে

কাছে এসো চুমু দেব তোমার ঠোঁটেতে

প্রেমের ছন্দ নাম্বার ৫

পড়ার বইয়ে কেন দেখি তোমার শুধু ছবি

তোমার প্রেমে পড়ে আমি হয়েছি যে কবি

প্রেমের ছন্দ নাম্বার ৬

হলুদ শাড়ি মানায় ভালো, গলায় তোমার গয়না

আমার মুখ দেখতে পাবে যদি দেখ আয়না

প্রেমের ছন্দ নাম্বার ৭

দেখা হলে গয়না দেবো, দেবো কানের দুল

ঠোঁটে ঠোঁট রাখতে দিলে দেবো গোলাপ ফুল

প্রেমের ছন্দ নাম্বার ৮

আমার মনের সিংহাসনে তুমি হবে রাজরানী

আমায় চাও তুমিও যে ভালো করেই জানি

প্রেমের ছন্দ নাম্বার ৯

রাত হয়েছে ঘুম পেয়েছে স্বপ্নে এসো তুমি

তোমার ঠোঁটে ছোট্ট করে চুমু দিলাম আমি

প্রেমের ছন্দ নাম্বার ১০

অত দূরে তুমি কেন, এসো নাগো কাছে

কানে কানে তোমায় কিছু কথা বলার আছে

কানেই তোমার বলবো আমি আমার কি চায়

জানোই তো ভোমরা শুধু ফুলের মধু খায়

Previous articleবড়দিনে আলিয়া-রণবীরের সঙ্গে বাইরে এসে মিডিয়ার সামনে হাত নাড়ল মেয়ে রাহা কপূর
Next articleWhat is Love: প্রেমে পড়লে কি হয়, কাকেই বা প্রেম বলে?