Realme 12 Pro: ভারতে লঞ্চ হল রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজ (Realme 12 Pro 5G Series) স্মার্টফোন। এই স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২ প্রো ৫জি (Realme 12 Pro 5G) এবং রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি (Realme 12 Pro Plus 5G) – এই দুই ফোন।

  • নতুন ফোনে Snapdragon 6 Gen 1 প্রসেসর অফার করা হয়েছে। এছাড়া এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপও পাওয়া যাবে।
  • রিয়েলমির লেটেস্ট স্মার্টফোনে ডিজাইন এবং ক্যামেরার উপর বেশি ফোকস করেছে। এছাড়া স্মার্টফোনে OIS সহ একটি ডেডিকেটেড 32MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে।

Realme 12 Pro ফোনের স্পেশিফিকেশন

রিয়েলমির এই দুই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর।

অন্যদিকে রিয়েলমি ১২ প্রো ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। এই দুই ফোন পরিচালিত হবে realme UI 5.0- এর সাপোর্টে। এছাড়াও এই দুই ফোনে রয়েছে ডায়নামিক র‍্যাম টেকনোলজির সাপোর্ট, যার সাহায্যে ফোনের ব্যবহার না হওয়া ইন্টারনাল স্টোরেজ দিয়ে র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব হবে।

realme 12 Pro image e

 রিয়েলমি 12 প্রো ফোনে একটি 6.7-ইঞ্চি FHD+ OLED কার্ভড ডিসপ্লে রয়েছে। এটি 2412×1080 পিক্সেল রেজোলিউশন সহ আনা হয়েছে। স্মার্টফোনে 240Hz টাচ স্যাম্পলিং রেট, 2160Hz PWM ডিমিং এবং 120Hz রিফ্রেশ রেট অফার করা হয়েছে।

Realme 12 Pro এক নজরে

  • লেটেস্ট ফোনে পারফরম্যান্সের জন্য Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর রয়েছে।
  • রিয়েলমি 12 প্রো ফোনের বিশেষ ফিচার হল, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে একটি টেলিফটো এবং একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অফার করা হয়েছে। ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ প্রাইমারি সেন্সর হিসেবে 50MP Sony IMX 882 লেন্স দেওয়া। এছাড়া আরেকটি 32MP Sony IMX 709 লেন্স সহ একটি ডেডিকেটেড টেলিফটো লেন্সও রয়েছে। পাশাপাশি, আরেকটি 8MP সেন্সর পাওয়া যাবে ফোনে।
  • ফোনে সেলফি তোলার জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
  • স্টোরেজ হিসেবে স্মার্টফোনটি দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM+128GB স্টোরেজ এবং 8GB+256GB স্টোরেজ অফার করা হয়েছে। ফোনে 8GB ডায়নামিক সাপোর্টও পাওয়া যাবে।
  • রিয়েলমির লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোনটিতে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি রয়েছে। এটি 67W SUPERVOOC চার্জিং সাপোর্ট করে, যা মাত্র 28 মিনিটে পুরো চার্জ করে দেবে।
  • Realme UI 5.0-এর উপর ভিত্তি করে স্মার্টফোনটি Android 14 আউট অফ দ্য় বক্সে চলে।

Realme 12 Pro ফোনের দাম কত

রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। এই ফোন ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়েও লঞ্চ হয়েছে। তার দাম ৩১,৯৯৯ টাকা। এছাড়াও রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। নেভিগেটর বেজ, সাবমেরিন ব্লু এবং এক্সপ্লোরার রেড- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি ফোন।

রিয়েলমি ১২ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৬,৯৯৯ টাকা। নেভিগেটর বেজ এবং সাবমেরিন ব্লু- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২ প্রো ৫জি ফোন। 

Realme 12 Pro ফোন কিনবেন কোত্থেকে

রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং রিয়েলমি সংস্থার ওয়েবসাইট থেকে। আগামী ৬ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টা থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হতে চলেছে।

পরের দিন অর্থাৎ ৭ ফেব্রুয়ারি রিয়েলমি সংস্থার ওয়েবসাইটে ক্রেতারা একটি আর্লি অ্যাকসেস সেল পাবেন। অফার সম্পর্কে কথা বলতে গেলে, কোম্পানি ICICI ব্যাঙ্ক কার্ডে 2,000 টাকা পর্যন্ত ছাড় অফার করছে।

Previous articleমেয়েদের পিক: সুন্দরী মেয়েদের ছবি দেখার বা ডাউনলোড করার নিরাপদ ওয়েবসাইট
Next articleসফল হতে গেলে যে বাধাগুলি আপনাকে কাটাতেই হবে