উপহার (Gift) পেতে কার না ভালো লাগে। তা সে যতই ছোট কিংবা কম দামের উপহার (Gift) হোক না কেন। কিন্তু সেই উপহারের সঙ্গে যদি প্রিয় মানুষটির ভালোবাসা উজার করে দেওয়া থাকে তাহলে সেটি অপছন্দ হওয়ার কোনও কারণ থাকে না। উপহার (Gift) দেওয়ার ব্যাপারটা আসলে মনকে ভালো বা খুশি রাখার উপায়। তাই সেই উপহার ফুল থেকে শুরু করে হিরের আংটি এমনকী ইলোন মাস্কের নিউব্র্যান্ড টেসলা কারও হতে পারে।
কিন্তু আপনার প্রিয় মানুষটির মন আসলে কিসে খুশি হবে – সেটার আগামআঁচ করতে হবে আপনাকেই। ধরুন মনের মানুষটি ভালো রেস্তরাঁয় খেতে ভালো বাসে। কিন্তু আপনি বিশেষ দিনে তাঁকে রেস্তরাঁয় না নিয়ে গিয়ে একটা গোলাপ ফুলের তোড়া উপহার দিয়ে ফেললেন। কাজ হবে? মোটেও না। উলটে আপনার ওপর মেজাজ হারাতে পারে। অতএব উপহার বা গিফট হিসেবে প্রিয়জনকে খুশি করতে আপনি কি করবেন তা আপনাকে আগে ভাবতে হবে। খেয়াল রাখতে হবে প্রিয় মানুষটির পছন্দ-অপন্দের ব্যাপারকে।
কিন্তু বললেই কি আর প্রিয়জনের মন-মেজাজ বুঝে ফেলা যায়? সেজন্য আপনাকে হয়তো একটু কাঠখড় পোড়াতে হবে। না না, কঠিন কোনও পরিশ্রম নয়। আপনাকে একটু বুঝে-শুনে কাজ করতে হবে। একটু ঠান্ডা মাথায় ভেবে কাজ করলেই দেখবেন – আপনি আপনার লক্ষ্যে ঠিক সফল হয়েছেন। তাছাড়া, ইচ্ছেপাখি রয়েছে কী করতে?
রাশি অনুযায়ী মেয়েদের পছন্দ
জ্যোতিষ শাস্ত্র বলে, কারও মন বোঝার সবথেকে ভালো উপায় হল তাঁর রাশি। কাউকে দীর্ঘদিন স্টাডি করেও অনেক কথা জানা যায়। আপনার স্ত্রী কিংবা স্বামীর ক্ষেত্রে এই ব্যাপারটা চলতে পারে। কিন্তু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে ব্যাপারটা বেশ কঠিন। আর যদি কাউকে প্রপোজ করার ব্যাপার হয় – তাহলে অন্ধকারে ঢিল ছোড়া ছাড়া আর কোনও উপায় নেই।
সুতরাং মনের বা পছন্দের মানুষটির জন্য উপহার বাছাই করতে অন্ধকারে ঢিল না মেরে জ্যোতিষ ওপর ভরসা করা যেতেই পারে। অর্থাৎ রাশি অনুযায়ী উপহার পছন্দ করে পছন্দের মানুষটির মন পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে একটু বুদ্ধি করে যদি আগে থেকে পছন্দের মানুষটির রাশি জেনে ফেলা যায় – তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
এবার পর পর দেখে নেওয়া যাক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কোন রাশির জাতক -জাতিকারা সাধারণত কোন ধরনের উপহার পছন্দ করেন।
মেষ রাশির প্রথম অক্ষর
যে সকল মানুষের নামের প্রথম অক্ষর চু, চে, চো, লা, লি, লু, লে, লো, এ দিয়ে শুরু হয়, সেই সকল মানুষ মেষ রাশির হওয়ার সম্ভাবনা প্রবল।
মেষ রাশির জাতক জাতিকাদের শরীরের দুর্বলতম স্থান হচ্ছে মাথা, মুখ, মস্তিষ্ক ও চোখ। কারও কারও ক্ষেত্রে মাথায় আঘাত কিংবা মুখে আঘাতের দাগ থাকতে পারে।
এই রাশির মানুষদের
মেষ রাশির বৈশিষ্ট্য
দেখুন মেষ রাশির জাতক-জাতিকারা আশাবাদী ও সাহসী মনোবৃত্তিসম্পন্ন মানুষ হয়। এরা প্রাণবন্ত ও উদ্যমশীল এবং কিছুটা স্বেচ্ছাচারী গোছের হয়। কারও কারও ক্ষেত্রে মাঝে মধ্যে হঠকারীতাও করতে দেখা যায়। এই রাশির চরিত্ররা স্বাধীনচেতা ও দায়িত্ব নিতে ভালোবাসেন। একটু অনুপ্রেরণা পেলে যে কোনো কাজ ভালোভাবে করে তাক লাগিয়ে দিতে পারেন।
মেষ রাশির পছন্দের জিনিস
মেষ রাশির জাতিকারা সবথেকে ভালবাসে বেড়াতে যেতে। নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে এরা খুব পছন্দ করে। অ্যাডভেঞ্চার ভালোবাসেন মেষ রাশির জাতকরা। অ্যাকশনের কোনও গেম এদের জন্য ভালো উপহার হতে পারে। বা কোনও অ্যাডভেঞ্চার স্পোর্টের টিকিট দিতে পারেন। উত্তেজনাপূর্ণ সব কিছুই পছন্দ মেষ রাশির জাতকদের। খেলাধুলোর সরঞ্জামও এদের জন্য ভালো উপহার হতে পারে। এছাড়া রংচঙে উজ্জ্বল উপহার পছন্দ মেষ রাশির জাতকদের।
বৃষ রাশির প্রথম অক্ষর
যাদের নামের প্রথম অক্ষর ই, ইউ, এ বা অ্যা, ও, ভ, অ, ইউ, দিয়ে শুরু হয় তাঁরা সাধারণত বৃষ রাশির জাতক জাতিকা হন। বৃষ রাশির জাতক জাতিকাদের থাইরয়েড গ্ল্যান্ড, গলা, ঘাঁড় ও কণ্ঠস্বর সংক্রান্ত সমস্যা ভুগতে দেখা যায়
এই রাশির মানুষদের
বৃষ রাশির বৈশিষ্ট্য
এই রাশির লোকেরা সাধারণত ধীরস্থির ও সহনশীল হয়। উদার মন মানসিকতার অধিকারী। সহজেই অন্যকে আপন করে নিতে পারেন। কারও কারও ক্ষেত্রে একরোখা বা একগুঁয়ে হতে দেখা যায়। এরা সবার সঙ্গে ভালো ব্যবহার করতে ভালোবাসেন। অন্যের প্রতি আপনি যত্নশীল ও সমমর্মী। ঘরে বাইরে সব কিছু গুছিয়ে করতে পছন্দ করেন।
বৃষ রাশির পছন্দের জিনিস
এরা শিল্প, সঙ্গীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী। লেখালেখিতেও বেশ ভালো করতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকারা সাধারণত রান্নায় পারদর্শী হন। সাজসজ্জা ও সৌন্দর্যপ্রীতি এদের সহজাত বৈশিষ্ট্য। স্বাভাবিক ভাবেই এদের মনের মতো এবং সবথেকে পছন্দের হচ্ছে জিনিস হচ্ছে কেনাকাটা করা। শপিং করা এদের অত্যন্ত পছন্দের বিষয়। এই রাশির জাতিকারা একটু দামি জিনিস উপহার পেলে খুশি হয়। যেমন গয়না, জামা কাপড়। ফুলও খুব পছন্দ করে এরা।
মিথুন রাশির প্রথম অক্ষর
যাদের নামের প্রথম অক্ষর কা, কি, কু, ডি, এন, চ, কে, কো, হ, তাদের রাশি সাধারণত মিথুন হয়। মিথুন রাশির জাতক/জাতিকাদের প্রেস, পরিবহন, কুরিয়ার, ইনসিওরেন্স, সংবাদপত্র, আইন কিংবা শিক্ষকতা পেশায় সফল হতে দেখা যায়। মিথুন রাশির জাতক জাতিকাদের কাঁধ ও হাত, স্নায়ুতন্ত্র ও শ্বাসকষ্ট এবং মস্তিষ্কের পীড়ায় আক্রান্ত হতে দেখা যায়।
এই রাশির মানুষদের
মিথুর রাশির বৈশিষ্ট্য
এই রাশির জাতকি জাতিকারা সাধারণত বেশ রসিকতাজ্ঞান সম্পন্ন হয়। বালক স্বভাবের হওয়ার কারণে একজায়গায় বেশি সময় বসে থাকা আপনার জন্য কঠিন। এরা বেশ চঞ্চলতা ও কথামালায় চারপাশ মুখরিত করে রাখতে পারেন। ব্যবসায়িক দিক দিয়েও এই রাশির লোকেরা বেশ সাফল্য অর্জন করেন। অশুভ বুধের প্রভাবে কারও কারও মিথ্যে বলার অভ্যাস থাকতে পারে।
মিথুন রাশির পছন্দের জিনিস
এরা গল্প করতে খুব পছন্দ করেন। নতুন কোনো পরিবেশে গেলেও অনায়াসে আড্ডা জমিয়ে তুলতে পারেন। এদের হৃদয় স্নেহ মমতা ও ভালোবাসায় পরিপূর্ণ। ক্রীড়া, সঙ্গীত ও লেখালেখিতে ভালো করতে পারবেন। জ্ঞানার্জনের প্রতি সহজাত আকর্ষণ রয়েছে। বই পড়তে খুবই পছন্দ করেন।
স্বাভাবিক ভাবেই এঁদের কোনও সঙ্গীত অনুষ্ঠান, কোন খেলা দেখতে নিয়ে যাওয়া কিংবা কোথাও বেড়াতে নিয়ে গেলে খুশি হবে। এঁদের মনের মতো উপহার হতে পারে মোবাইল ফোন, ল্যাপটপ। এছাড়াও এই রাশির জাতক-জাতিকাদের কোনও সঙ্গীত যন্ত্র উপহার দিতে পারেন। ভালো লেখকের বইও উপহার দেওয়া যায়।
কর্কট রাশির প্রথম অক্ষর
যাদের নামের প্রথম অক্ষর হল He, Hu, He, Ho, Da, Dee, Du, De, Do, তাদের রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের বুক, স্তন, পেট ও খাদ্যনালীর সমস্যা থাকতে দেখা যায়।
এই রাশির মানুষদের
কর্কট রাশির বৈশিষ্ট্য
এই রাশির লোকেরা যথেষ্ট কল্পনা প্রবণ ও কর্মঠ।
কর্কট রাশির পছন্দের জিনিস
এই রাশির লোকেদের সঙ্গীত ও কলার প্রতি আগ্রহ থাকে। কর্কট রাশির জাতক জাতিকাদের ইনটুইশন ক্ষমতা প্রবল। অন্যের আবেগ ও অনুভূতি দ্বারা সহজেই প্রভাবিত হন। এরা যথেষ্ট অতিথি পরায়ণ ও আন্তরিক। সেবামূলক কাজে এদের সহজাত আকর্ষণ রয়েছে।
সুতরাং বুঝতেই পারছেন, এই রাশির জাতক জাতিকারা সংসারের প্রয়োজনীয় জিনিস উপহার দিলে খুব খুশি হয়। তবে এরা পারফিউম খুব বেশি পছন্দ করে। প্রপোজ করার জন্য ভালো পারফিউম উপহার দিলে এই রাশির মেয়েদের মন পাওয়া যেতে পারে। এছাড়াও প্রশাধনী দ্রব্যও কর্কট রাশি বেশ পছন্দ করে।
সিংহ রাশির প্রথম অক্ষর
যাদের নামের প্রথম অক্ষর হল মা, মি, মু, মি, মো, টা, টি, টু, টে, তাদের রাশি হল সিংহ। সিংহ রাশির জাতকজাতিকাদের বুক, হৃদপিণ্ড ও মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা থাকতে দেখা যায়।
এই রাশির মানুষদের
সিংহ রাশির বৈশিষ্ট্য
এরা সাধারণত মহৎ উদার ও স্নেহশীল হয়। দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী হয়। এরা সবকিছু নিখুঁতভাবে করতে চান। তবে এদের জেদ ও একরোখা মনোভাবের কারণে অন্যের রোষাণলের শিকার হতে হয়। এদের মধ্যে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণ রয়েছে।
ব্যক্তিজীবনে আপনি কর্মঠ ও আত্মনির্ভরশীল। এরা বেশির ভাগ সময়ে নেতৃত্ব দিতে চান। শিল্প, কলা, ক্রীড়া ও সংগীতের প্রতি আকর্ষণ থাকে। সিংহ রাশির জাতক জাতিকারা অতিথি পরায়ণ হন।
সিংহ রাশির পছন্দের জিনিস
এই রাশির লোকেরা ঘুরতে ভালোবাসেন। সেই সঙ্গে মনোরঞ্জন এদের প্রিয় জিনিস। সিনেমা এবং গান এরা খুই পছন্দ করেন। সিংহ রাশির জাতিকারা পাল্টে পাল্টে জামা কাপড় পরতে খুব পছন্দ করে, তাই যে কোনও পোশাক উপহার দেওয়াই শ্রেয়। গয়নাও দেওয়া যেতে পারে।
কন্যা রাশির প্রথম অক্ষর
যাদের নামের প্রথম অক্ষর ধো, প, প, পু, শ, এন, থা, পে, পো, তাদের রাশি হল কন্যা রাশি। কন্যারাশির জাতক জাতিকাদের পাচনতন্ত্র, প্লীহা, অন্ত্র ও স্নায়ূতন্ত্রের সমস্যায় ভুগতে দেখা যায়।
এই রাশির মানুষদের
কন্যা রাশির বৈশিষ্ট্য
এরা সহজাত বুদ্ধি ও যুক্তির নিরিখে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। প্রিয় মানুষের জন্য অকাতরে অনেক ত্যাগ স্বীকার করতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকারা তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী হয়ে থাকেন। এরা সচরাচর ভালোবাসার প্রতিদান পান না বলে মনে করেন। যে কারণে প্রায়ই অন্যের ওপর অভিমান করে থাকেন।
তবে যাই হোক এরা সবসময় অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করতে ভালোবাসেন। ভালো কাজে অংশগ্রহণের মাধ্যমে আত্মতৃপ্তি পান। সঙ্গীত, গণিত, যুক্তি ও কর্ম দক্ষতায় এ রাশির জাতক জাতিকারা হন অনন্য। সাংগঠনিক দক্ষতার কারণে এদের ওপর সহজেই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পন করতে দেখা যায়।
কন্যা রাশির পছন্দের জিনিস
নিশ্চয় বুঝতে পারছেন এরা মোটামুটি সব ধরনের উপহারই পছন্দ করেন। এই রাশির জাতিকারা ফোটো ফ্রেম, বাঁধানো কোনও বড় ছবি, পারফিউম পেলে খুব খুশি হয়। পাশাপাশি এরা ফুলের তোড়া পেলেও বেশ খুশি হন। এদের ঘুরতে নিয়ে যেতে পারেন। সিনেমা কিংবা পার্টিতেও যেতে এরা খুব পছন্দ করে। তবে বেশি ভিড় এই রাশির জাতক-জাতিকারা পছন্দ করেন না। সেটা কিন্তু খেয়াল রাখবেন।
তুলা রাশির প্রথম অক্ষর
যাদের নামের প্রথম অক্ষর রা, রি, রু, রে, রো, তা, তি, তু, তে, তারা সাধারণত তুলা রাশির হয়ে থাকেন। তুলা রাশির জাতক জাতিকাদের শরীরের দুর্বলতম অঙ্গ হচ্ছে কিডনি, ত্বক, কটিদেশীয় অঞ্চল ও নিতম্ব।
এই রাশির লোকেদের
তুলা রাশির বৈশিষ্ট্য
এই রাশির লোকেদের পছন্দ সামঞ্জস্যতা ও শৃঙ্খলা। এরা বৈষম্য পছন্দ করেন না। খুব সহজেই মানুষকে আপন করে নেওয়ার মতো অসাধারণ গুণ এই রাশির জাতক-জাতিকাদের রয়েছে। নতুন কোনো পরিবেশে গেলেও সঙ্গী জোগাড় করে নেওয়া আপনার জন্যে ব্যাপার না।
তুলা রাশির জাতক/জাতিকারা সাধারণত সুদর্শন ও সৌন্দর্যের পূজারি হয়। বাহ্যিক অবয়বে কারও কারও চুল কোকড়া হতে পারে। এর সাধারণত রোমান্টিক ও বুদ্ধিমান হয়ে থাকেন।
তুলা রাশির পছন্দের জিনিস
এ রাশির জাতক/জাতিকাদের সঙ্গীত, ক্রীড়া কিংবা লেখালেখিতে ভালো করতে দেখা যায়। তুলা রাশির জাতিকারা ঘর সাজানোর জিনিস উপহার হিসাবে পেলে খুব খুশি হয়। তবে পুতুল এদের খুব বেশি পছন্দের।
বৃশ্চিক রাশির প্রথম অক্ষর
বৃশ্চিক রাশির বৈশিষ্ট্য
এই রাশির লোকেরা সাধারণত আত্মসংযমী, দৃঢ় প্রতিজ্ঞ ও গোপণীয়তা প্রিয়। নিজের দুঃখ কষ্ট সহজে অন্যকে বুঝতে দেন না। এরা নিরিবিলি থাকতে বেশি পছন্দ করেন। সুযোগ বুঝে অন্যকে চমকে দিতে পারেন। জীবনের সকল অবস্থায় সততার সাথে প্রতিটি কাজ করতে চান।
বৃশ্চিক রাশির জাতক/জাতিকারা সাধারণত গবেষণামূলক কাজে দক্ষ হয়ে থাকেন। সঙ্গীত, কলা ও লেখালেখির প্রতি এদের সহজাত আকর্ষণ রয়েছে। লেখক হিসেবে এরা বেশ সুনাম কুড়াতে পারেন। এরা যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকেন। তবে মাঝেমধ্যে নিজ ভুলে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রেও এরা যথেষ্ট আন্তরিক।
বৃশ্চিক রাশির পছন্দের জিনিস
এই রাশির জাতক জাতিকারা শপিং করতে ও বেড়াতে পারলে খুব খুশি হয়। তবে যে কোনও পোশাকও এদের দেওয়া যেতে পারে। পাশাপাশি এই রাশির মেয়েরা শিল্পকলা বেশ পছন্দ করেন।
ধনু রাশির প্রথম অক্ষর
নামের প্রথম অক্ষর যদি ইয়া, য়ো, ভা, ভি, ভু, ধা, ফা, ধা, ভে হয় তবে এই ব্যক্তিদের রাশিচক্র ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের শরীরের দুর্বলতম অঙ্গ হচ্ছে যকৃত ও উরু।
এই রাশির লোকেদের
ধনু রাশির বৈশিষ্ট্য
সনাতন ধারণার পাশাপাশি বিজ্ঞান ও দর্শনের প্রতি এদের আগ্রহ রয়েছে। আবেগ বা কল্পনা নয় বাস্তবতার নিরিখে এরা সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। এই রাশির লোকেরা যথেষ্ট ব্যক্তিত্বসম্পন্ন ও প্রকৃত জ্ঞানের অধিকারী। জীবনের অনেক ক্ষে্ত্রে অন্যরা এদের দর্শন বুদ্ধি ও পরামর্শ অনুসরণ করে।
স্রষ্টা সচেতনতা ও পরোপকারের মানসিকতা এই রাশির লোকেদের মানসিক প্রশান্তি দেয়। ব্যক্তিজীবনে এরা সৎ। অন্যকেও সততা ও ভালো কাজে উৎসাহিত করতে ভালোবাসেন। তবে এই রাশির জাতক জাতিকারা অসতর্কতা ও অতিরিক্ত উদ্বিগ্নতার ফলে প্রায়ই ভুল বোঝাবুঝির শিকার শিকার হতে পারেন।
ধনু রাশির পছন্দের জিনিস
এই রাশির জাতক-জাতিকারা ভ্রমণ করতে পছন্দ করেন। এই রাশির জাতিকাদের দূরে কোনও রোমান্টিক জায়গায় বেড়াতে নিয়ে গেলে খুশির অন্ত থাকে না। সাজগোজের জিনিস উপহার পেলে আনন্দ পায়।
মকর রাশির প্রথম অক্ষর
যদি কারও নামের প্রথম অক্ষর ভো, জা, জি, খি, খু, খে, খো, গা, গি – তাহলে তার রাশি মকর হতে পারে। এদের শরীরের দুর্বলতম অঙ্গ হচ্ছে হাঁটু, জয়েন্ট, কংকালতন্ত্র ও রক্তসংবহনতন্ত্র। কারও কারও ক্ষেত্রে পায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন কিংবা অসুবিধা থাকতে পারে।
এই রাশির মানুষদের
মকর রাশির বৈশিষ্ট্য
এরা কিছুটা আরামপ্রিয় ও ধীরস্থির। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনে এ নিয়ে এদের অনেক চড়াই উৎরাই পার হতে হয়। এই রাশির জাতক জাতিকারা আগ বাড়িয়ে নতুন কারও সঙ্গে পরিচিত হওয়া বা সবার সাথে সহজে মিশতে পারেন না। নিজের মধ্যে কেমন যেন জড়তা কাজ করে।
তবে এরা অধ্যবসায়ী, পরিশ্রমী ও স্বাধীনচেতা। জীবনের অনেক ক্ষেত্রেই এই রাশির লোকেরা সহনশীল ও হিসেবী। জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেই এরা সাফল্য অর্জন করে। এই রাশির লোকেরা পুরানো রীতিনিতি মেনে চলতে আপনি পছন্দ করেন। নিজেকে সবসময় শুদ্ধ ও নিরাপদ রাখতে চান।
মকর রাশির পছন্দের জিনিস
এই রাশির মেয়েরা ফুলের তোড়া খুব বেশি পছন্দ করে। তবে সবথেকে পছন্দের জিনিস হল বই। এই রাশির জাতিকারা বই পড়তে খুব ভালবাসে। তাই পছন্দের মানুষটি যদি এই রাশির হয় তাহলে বিশেষ দিনে নতুন কোনও বই কিংবা তাজা ফুলের তোড়া উপহার দিয়ে মন জয় করতে পারেন।
কুম্ভ রাশির প্রথম অক্ষর
যাদের নামের প্রথম অক্ষর হল গু, গে, গো, এস, সি, সু, সে, সো, দ্য, তাদের রাশি হল কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীরের দুর্বলতম স্থান হচ্ছে হাঁটু ও গোড়ালি। এদের মধ্যে কারও কারও পায়ে আঘাত, মচকানো বা অন্যকোনো সমস্যা থাকতে দেখা যায়।
এই রাশির মানুষদের
কুম্ভ রাশির বৈশিষ্ট্য
এই রাশির লোকেরা যথেষ্ট ধৈর্যশীল ও সতর্ক। একাধিক বিষয়ের প্রতি এদের আগ্রহ রয়েছে। প্রচলিত নিয়ম ও শৃঙ্খল ভেঙে আপনি নতুন কিছু করতে চান। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত স্বাধীনচেতা ও পরোপকারী হয়ে থাকেন।
নিত্য নতুন আবিষ্কারের প্রতি এদের সহজাত আকর্ষণ রয়েছে। এরা যথেষ্ট পরিশ্রমী। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সংখ্যা খুবই কম হয়ে থাকে। যোগাযোগমূলক কাজে এদের দক্ষতা বিশেষভাবে প্রশংসনীয়। কমবেশি সব বিষয় সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করেন।
কুম্ভ রাশির পছন্দের জিনিস
কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সঠিক ছোটখাটো কোনও গয়না, শাড়ি উপহার দিতে পারেন। তবে এদের সবথেকে পছন্দের উপহার যে কোনও খাদ্যদ্রব্য। সুতরাং বুঝতেই পারছেন, আপনার প্রিয় মানুষটি যদি এই রাশির হয় তাহলে তাঁকে কোনও ভালো রেস্তরাঁয় নিয়ে খাওয়াতে পারেন।
পাশাপাশি এই রাশির জাতক-জাতিকারা ঘরোয়া পার্টি বেশ পছন্দ করেন। অতএব খুশি করতে বাড়িতে পছন্দের খাবারের আয়োজন করতে পারেন।
মীন রাশির প্রথম অক্ষর
যাদের নামের প্রথম অক্ষর হল Di, Du, Th, Jh, J, De, Do, Cha, Chi, তাদের রাশি হল মীন। এ রাশির জাতক জাতিকাদের পায়ের পাতায় ও আঙুলে সমস্যা থাকতে দেখা যায়। কারও কারও ক্ষেত্রে স্থূলতা, মেদাধিক্য থাকতে পারে। এছাড়াও পায়ের পাতা বেঁকে যাওয়া বা অন্য কোনো ধরনের আঘাত বা অসুবিধা থাকতে পারে।
এই রাশির মানুষদের
মীন রাশির বৈশিষ্ট্য
এরা সাধারণত শান্ত প্রকৃতির হয়। এদের মধ্যে মানবিক গুণাবলী স্পষ্টভাবে বিদ্যমান। মীন রাশির জাতক জাতিকারা পরোপকারী। এরা জানেন মানুষকে কীভাবে ভালোবাসতে হয়।
এই রাশির লোকেরা হাসিখুশি থাকতে পছন্দ করেন। নিজের কষ্ট সহজে অন্যকে বুঝতে দেন না। আচার ব্যবহারে যথেষ্ট আন্তরিকতা ও বন্ধুবৎসল হওয়ায় যে কোনো বয়সিদের সঙ্গে সহজেই মিশতে পারেন। যে কোনো কিছু ঘটার আগে ইনটুইশনের মাধ্যমে তা বুঝতে পারেন।
মীন রাশির পছন্দের জিনিস
এই রাশির জাতক জাতিকারা ভ্রমণ প্রিয়। দেশ বিদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে এরা পছন্দ করেন। আরও একটি আশ্চর্যের বিষয় হল, এই রাশির লোকেদের রহস্যজনক বিষয়ের প্রতি অনুরাগ থাকে। মীন এই রাশির জাতিকারা ঘর সংসারের জিনিস উপহার হিসাবে পেলে খুব আনন্দ পায়।