দীপক অধিকারী ওরফে দেব

আজ, ২৫ ডিসেম্বর ৪১-এ পা দিলেন টলিউড সুপারস্টার দেব ওরফে দীপক অধিকারী। আর বিশেষ দিনে ভক্তদের রিটার্ন গিফট হিসাবে তিনি দিলেন ‘টেক্কা’র ফার্স্ট লুক পোস্টার! সোমবার বড়দিন। পাশাপাশি অভিনেতা দেবের জন্মদিন। বিশেষ দিনটা কী ভাবে পালন করছেন অভিনেতা?

সাধারণত জন্মদিনের দিনটা পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন দেব। তবে সোমবার বিকালে কলকাতার পাটুলি অঞ্চলে দুঃস্থ শিশুদের কেক বিতরণ অনুষ্ঠানে হাজির ছিলেন দেব। সন্ধ্যায় শহরের বেশ কিছু প্রেক্ষাগৃহে হাজিরও হয়েছিলেন তিনি। তবে জন্মদিনে খুব বেশি দূরের প্রেক্ষাগৃহে যেতে নারাজ অভিনেতা। কারণ দেবের কাছে পরিবারও গুরুত্বপূর্ণ। রাতে বাড়িতে পরিবারের তরফে দেবকে নিয়ে বিশেষ অনুষ্ঠানও হয়। সব মিলিয়ে জমজমাট কাটল অভিনেতার জন্মদিন।

সোমবার বিকালে অনুরাগীদের জন্য আরও এক চমক হাজির করলেন দেব। সৃজিত মুখোপাধ্যায় যে দেব এবং রুক্মিণী মৈত্রকে নিয়ে আগামী বছর পুজোর ছবি তৈরি করছেন সে খবর আগেই অনুরাগীরা জেনেছেন। ‘টেক্কা’ নামের সেই ছবিতে থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

জন্মদিনে সমাজমাধ্যমে এই ছবির প্রথম পোস্টার প্রকাশ করে ছবির ঘোষণা করলেন দেব। ছবির পোস্টারে তাসের টেক্কার মধ্যে উঁকি দিচ্ছে সাদা-কালোয় স্কেচ করা এক জন ব্যক্তি এবং একটি বাচ্চা। ব্যক্তিটির হাত থেকে উঁকি দিচ্ছে একটি পিস্তল। দেবের কেরিয়ারের ৪৫ নম্বর ছবি হতে চলেছে এটি। খবর নতুন বছরেই এই ছবির শ্যুটিং শুরু করবেন দেব।

প্রযোজনা সংস্থার সমাজমাধ্যমের পাতায় লেখা হয়েছে, ‘‘সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক…।’’ বোঝাই যাচ্ছে ছবি নিয়ে এখনই খুব বেশি তথ্য দিতে চাইছেন না নির্মাতারা। তবে যেটুকু তথ্য প্রকাশ্যে এসেছে, তা নিয়েই নড়েচড়ে বসেছেন দেবের অনুরাগী মহল।

এমনিতেই ছবিমুক্তি যত এগোতে থাকে, ততই দেবের ব্যস্ততা বাড়তে থাকে। গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘প্রধান’। রবিবার আত্মীয় এবং ইন্ডাস্ট্রির বন্ধুদের উপস্থিতিতে মধ্যরাতে কেক কেটে জন্মদিন পালন করেছেন সুপারস্টার। ‘প্রধান’কে মাথায় রেখে বিশেষ থিম কেকের আয়োজনও ছিল। কেক কাটার সময় দেবের পরিবার ছাড়াও উপস্থিত ছিলেন রুক্মিণী মৈত্র, পরিচালক রাজা চন্দ প্রমুখ।

বছরের মাঝামাঝি সময়ে দুর্গ দখলের লড়াই জমে উঠেছিল দেব আর সৃজিতের মধ্যে। দুর্গাপুজোয় মুখোমুখি লড়াইয়ে ‘বাঘাযতীন’ দেবকে পিছনে ফেলেন ‘দশম অবতার’ পরিচালক। তবে আগামী পুজোয় পরস্পরকে ‘টেক্কা’ দেবেন না তাঁরা, বরং হাত মিলিয়ে টলিউডের অন্য নায়ক-পরিচালকদের রাতে ঘুম কাড়বেন।

২০১৬ সালে সৃজিতের পরিচালনায় ‘জুলফিকার’ ছবিতে কাজ করেছিলেন দেব। তারপর কেটে গিয়েছে সাত বছর। সৃজিত পা বাড়িয়েছেন বলিউডে, অন্যদিকে অভিনেতা থেকে প্রযোজক হয়েছেন দেব। বড়পর্দায় আবারও ফিরতে চলেছে দেব-সৃজিত জুটি সেই খবর পাওয়া গিয়েছিল জুলাই মাসে। আর বছর শেষ হওয়ার আগেই ছবি নিয়ে বড়সড় আপটেড এসে গেল।

‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর পর এই ছবিতে আবারও দেবের নায়িকা রুক্মিণী। সেই নিয়ে অবশ্য নাক সিঁটকানির শেষ নেই। যদিও সূত্রের খবর, সৃজিত নিজে এই ছবির জন্য রুক্মিণীকে বেছেছেন। ‘শাহজাহান রিজেন্সি’র পর প্রাক্তন প্রেমিক সৃজিতের ছবিতে আরও একবার স্বস্তিকা। খবর, এই ছবিতে অভিনয় করতে পারেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে পরমের উপস্থিতি নিশ্চিত নয়। ছবির সঙ্গীতের দায়িত্ব থাকছে অনুপম রায়ের উপর। দেব-সৃজিত জুটির টেক্কা নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে টলিপাড়ায়। 

Previous articleহেরে গেলেন বলিউড বাদশা! প্রভাসের ‘সালার’ এর ঝড়ে উড়ে গেল শাহরুখ খানের ‘ডাঙ্কি’
Next articleবড়দিনে আলিয়া-রণবীরের সঙ্গে বাইরে এসে মিডিয়ার সামনে হাত নাড়ল মেয়ে রাহা কপূর