মায়ের কানের দুল চুরি প্রেমিকার জন্য

মায়ের কানের দুল নিয়ে এসে প্রেমিকাকে দিয়েছিল তার কে প্রেমিক সেই শৈশবেই, এমনই একটি গোপন কথা ভ্যালেন্টাইন ডে’র প্রাক্কালে ফাঁস  করলেন বাংলার সাহসী অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী। এছাড়া একবার আরেক প্রেমিক তাকে এক অভিনব কায়দায় প্রেমপত্র দিয়েছিলেন, সেই প্রেমপত্রের সাথে মোড়ানো ছিল কিছু জুঁই ফুল। ঋতাভরির জুঁই পছন্দ ছিল কিন্তু প্রেমিককে মোটেই নয়। সেদিন সেই প্রেমিক প্রত্যাখ্যাত হয়েছিলেন। সেদিনের সেই প্রেম হারিয়ে গেলেও অভিনেত্রীর স্মরণে এখনও থেকে গিয়েছে সেই ভালোবাসার স্মৃতি।

Ritabhori

তৃণার প্রথম প্রেম টেকেনি

অভিনেত্রী তৃণা সাহা প্রথম প্রেমে পড়েছিলেন এগারো ক্লাসের ফাইনাল পরীক্ষার সময়। একেবার সত্যিকারের প্রেম যাকে বলে। সেই প্রেমে ডুবে তিনি তার পরীক্ষার পড়া করতে ভুলে যেতেন। এবং খুব স্বাভবিকা ভাবেই তার পরীক্ষার রেজাল্ট খুব বাজে হয়ে গিয়েছিল। এতোই প্রেমে হাবুডুবু খেয়েছেন যে ফেল করতে করতে বেঁচে গিয়েছিলেন। কিন্ত এই ঘটনাটা মা জানার পর ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিল। সাথে সাথে তাঁর সেই প্রথম প্রেম হয়তো সেই মোবাইলের সাথে সাথে জানালা দিয়ে পালিয়েছিল। তারপর তো আজ তিনি যাকে ভালোবাসছেন সেখানেই মজে আছে। এটাই তার টিকে যাওয়া আসল প্রেম।

trina saha

প্রেম নিয়ে অভিনেত্রী ইশা সাহা

ইশার কাছে প্রেমের কোনো নির্দিষ্ট প্যারামিটার হয় না। প্রেমে কোনো কন্ডিশনস থাকে না। অর্থাৎ এটা হলে ওটা হবেই এরকম কোনো ধারনা বা শর্ত প্রেমে থাকে না। প্রেম হঠাত করেই হয়। একে অর্গানাইজ করা যায় না। এই প্রেম নির্ভর করবে ব্যক্তির ভালোলাগার ওপরে। কেই গান শুনে প্রেমে পড়েন, কেই কবিতায়, কেউ আবার কারোর এক্টিং দেখে। কে যে কি দেখে কার প্রেমে পড়বেন তা কেউ বলতে পারেন না। ইশা খুব প্র্যাকটিক্যাল। সে ‘প্রথম সাক্ষাতেই প্রেম’ এরকম কোনো ধারণায় বিশ্বাস করেন না। তাঁর সময় লাগে। আর এই ভ্যলেন্টাইনের মুহুর্তে তার নতুন ছবি ‘মিথ্যে প্রেমের গান’ মুক্তি পেয়েছে।

isha saha

স্কুল শিক্ষক প্রেমপত্র দিয়েছিলেন কোয়েলকে

কোয়েল মল্লিককে কলেজ লাইফে কোনো প্রেমপত্র পেতে হয়নি। কিন্তু স্কুল জীবনে তিনি তার হোম টিউটরের কাছ থেকে প্রেমপত্র পেয়ে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি এরকমটা হতে পারে বিশ্বাস করতে পারেন নি। ভীষণ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলেম অভিনেত্রী। এই বিষয়টি হতে পারে কোয়েল এক বিন্দু বুঝতে পারেন নি। অনেক টা আকাশ থেকে পড়ার মতো।  

koyel mallic

   

Previous articleholiday destinations in West Bengal Khairabera Dam: চলুন ঢু মেরে আসি পুরুলিয়ার খয়রাবেড়া ড্যাম
Next articleHope Schwing: চোখ ধাঁধানো সুন্দরী হয়েও একা একা দিন কাটাচ্ছেন আমেরিকার তরুণী, ব্যাপার কী?