পরিচালক বিরসা দাশগুপ্তর কমিডি ছবি ‘বিবাহ অভিযান’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। ২০২২ সালেই এই ছবির পরবর্তী পর্বের ঘোষণা হওয়া হয়। এবং এই ছবির শুটিংও শুরু হয়েছিল। যেমনটা জানা গেছিল, বিরসা দাশগুপ্ত নয় এবার ‘বিবাহ অভিযান’-এর পরবর্তী পর্ব ‘আবার বিবাহ অভিযান’ (Abar Bibaho Obhijaan)-এর পরিচালনা করবেন সৌমিক হালদার (Soumik Haldar)।

এবার সৌমিক হালদারের (Soumik Haldar) পরিচালনায় ‘আবার বিবাহ অভিযান’ (Abar Bibaho Obhijaan)- কবে প্রেক্ষাগৃহে আসছে সেই তারিখ প্রকাশ্যে এল প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। ‘আবার বিবাহ অভিযান’ (Abar Bibaho Obhijaan)-এ মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), সোহিনী সরকার (Sohini Sarkar) এবং প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) এবং নুসরত ফারিয়াকে (Nusrat Fariha)। ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস (Sourav Das)-কে।

২০১৯ সালে বিরসা দাশগুপ্তর পরিচালনায় ‘বিবাহ অভিযান’ ছবিটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। বিশেষ করে নজর কেড়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর (Anirban Bhattacharyya) অভিনয় আর এবার পরিচালক সৌমিক হালদারের হাত ধরে আরও মজাদার কাহিনী নিয়ে আসছে ‘আবার বিবাহ অভিযান’ (Abar Bibaho Obhijaan)।

আজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে ‘আবার বিবাহ অভিযান’ (Abar Bibaho Obhijaan) প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ সঙ্গে প্রকাশ্যে এল এই ছবির প্রথম পোস্টার। এসভিএফ-এর প্রযোজনায় তৈরী হচ্ছে এই ছবি। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ১৩ এপ্রিল অর্থাৎ নববর্ষে মুক্তি পাবে এই ছবি।

Previous articleBest romantic perfumes : কোন সুগন্ধী আপনার মনের মানুষকে কাছে টানবে, জেনে নিন
Next articlePrabhas-Kriti Love Affair : সিদ্ধার্থ-কিয়ার পর, এ বার কি বিয়ের পিঁড়িতে প্রভাস-কৃতি?