কী মুশকিল! ক্রিসমাস ডে (Christmas Day) এখনও কাটল না। অথচ ডিসেম্বর মাস শেষ হতে না হতেই আলিপুর আবহাওয়া দফতর বার্তা দিয়েছে – উত্তুরে হাওয়া না কি হিমালয়ে ফেরার তোড়জোড় করছে। অতএব আর দেরি নয়। এবারের বড়দিনে আপনার প্রিয়জনকে নিয়ে শীতটা উপভোগ করতেই হবে।
ডিসেম্বরের শীতকাল মানেই একপ্রস্থ প্রেমের উদ্যাপন। তার উপর বড়দিন (Christmas Day)। শহরজুড়ে উৎসবের গন্ধ। সদ্য প্রেমে পড়েছেন যাঁরা হাতে হাত রেখে এই বড়দিনে আরও একটু কাছাকাছি আসতেই পারেন। তবে যাঁরা এখন আর শুধু প্রেমিক-প্রেমিকা নন, কয়েক বছর কাটিয়ে ফেলেছেন দাম্পত্যে জীবন, তাঁরাও কিন্তু এই বড়দিনে পুরোনো প্রেমটা ঝালিয়ে নিতে পারেন। কী করে সেটা করবেন? আরে ‘ইচ্ছেপাখি’ আপনার সঙ্গে রয়েছে না!
একান্তে ক্রিসমাস ডে (Christmas Day) কাটান
হ্যাঁ হ্যাঁ সবাই জানে এবারের ক্রিসমাস ডে বা বড়দিনের ছুটি পড়েছে সোমবারে। তাতে কী! বরং একদিন আগেই বেরিয়ে পড়ুন কাছে পিঠে কোথাও। কাছাকাছি কোনও রিসর্ট কিংবা কোন হোম স্টে তে। সেটাও যদি সম্ভব না হয় বড়দিনের সন্ধ্যেটা কাটান স্পেশাল কোনও রেস্তরাঁয়। আর যদি হৈ-হুল্লোড় চাইলে পার্কস্ট্রিট রয়েছে কী করতে!
তাও যদি সম্ভব না হয়, ঘরের এককোনে ক্রিসমাস ট্রি সাজিয়ে আপনি আপনার প্রিয়জনকে তাঁর পছন্দের কেক উপহার দিন। দেখবেন আপনাদের দু‘জনের এই একান্ত হয়ে যাওয়ার সময়টুকু কেমন স্মৃতিতে রঙিন হয়ে ওঠে। আর যাঁরা এরইমধ্যে সংসারের ঝামেলায় জড়িয়ে পড়েছেন তাঁদের বলব –
বড়দিনে রান্না করুন এক সঙ্গে
শেষ কবে এক সঙ্গে রান্না করেছেন মনে করে বলুন তো? মনে পড়ছে না তো। ছেড়ে দিন, স্মৃতিকে অহেতুক টানা হ্যাঁচড়া করে লাভ নেই। স্মৃতিতে না বেঁচে বরং মুহূর্তে বাঁচুন। এই বড়দিনে বাইরে খেতে না গিয়ে বরং রান্না করুন এক সঙ্গে।
শুধু রান্না কেন, এক সঙ্গে সিনেমা দেখতে পারেন
বড়দিন, নতুন বছর ইত্যাদি উৎসবগুলিতে অনেকেই বাইরে সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তবে এই বারের ক্রিসমাসে বাড়িতেই সিনেমাহল বানিয়ে ফেলুন। গরম কফি, পপকর্ন, পছন্দের সিনেমা আর প্রিয় মানুষকে নিয়ে বসে পড়ুন।
উপহার দিন প্রিয়জনকে
বড়দিনে শুধু সান্তা বুড়ো কেন, আপনিও উপহার দিন প্রিয় মানুষটিকে। সকাল থেকে উপহার দিতে যদি ভুলে গিয়ে থাকেন এখনও সময় আছে। সেটাও যদি সম্ভব না হয় প্রতিশ্রুতি দিয়ে রাখুন আগামীকাল দেবেন বলে। সান্তার পাশাপাশি উইন্ডোশপিং হলে এক্কেবারে জমে ক্ষীর হয়ে যাবে। গ্যারেন্টি দিতে পারি – আপনার প্রিয়জন আপনাকে একটা চুমু উপহার দেবেই।
তাহলে আর দেরি কেন?