আগামী ২১ এপ্রিল মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। আর সেই ছবিতে ‘ভাইজান’ সলমন খানের হাত ধরে বলিউড কেরিয়ার শুরু করছেন শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। বলিউডে অভিনেত্রী হিসেবে সিনেমায় সুযোগ পাচ্ছেন, অথচ ছবি মুক্তির আগে ‘ভাইজান’ সম্পর্কে একটি কথাও বলবেন না – সেটা কী করে হয়!
সুতরাং মুখ খুলেছেন পলক তিওয়ারি। আর মুখ খুলেই সলমন খান সম্পর্কে এমন কথা বলেছেন, যা শুনে অনেকেই চমকে গিয়েছেন। কী এমন কথা বলেছেন পলক তিওয়ারি? তিনি বলেছেন, সলমনের সঙ্গে শ্যুটিংয়ের সময় সেটে না কি সব মেয়েকেই ভালো মেয়ের মতো থাকতে হয়। ভালো মেয়ে মানে একেবারে বুক-টুক ঢেকে আর কি! বুঝুন ঠ্যালা। কিন্তু এই যে বুক ঢেকে রাখা – সেটা ঠিক কিসের জন্য?
পলক তিওয়ারির কথায়, ‘সলমন স্যারের সেটে কাজ করার একটা নিয়ম আছে, সেটা আমি অ্যান্টিমে সহ পরিচালক হিসাবে কাজ করার সময়ই বুঝেছিলাম। সলমনের সেটে সব মেয়েকেই ভালো মেয়ের মতো থাকতে হয়। সলমনের সেটে বুক ঢাকা পোশাক পরার নিয়ম জারি থাকে। আমি যখন শার্ট ও জগার্স পরে সেটে যাচ্ছিলাম, তখন মা আমায় দেখে জিগ্গেস করেন, কোথায় যাচ্ছ তুমি? আমি বললাম, সলমন স্যারের সেটে যাচ্ছি। মা তখন বললেন, বাহ খুব ভালো।’
সলমনের সেটে কেন এমন নিয়ম! জানতে চাওয়া হলে পলক তিওয়ারি বলেন, ‘সলমন স্যার বলেছিলেন, তিনি ভীষণভাবে ঐতিহ্য মেনে পোশাক পরা পছন্দ করি। যে যেটা চান পরতেই পারেন, তবে তাঁর মেয়েরা যেন সবসময় সুরক্ষিত থাকেন। ছবির সেট তো ব্যক্তিগত পরিসর নয়, সেখানে আশেপাশে সমস্ত পুরুষরা তো সবাইকে ব্যক্তিগত ভাবে চেনেন না, তাঁদের কাছে যেন মেয়েরা সুরক্ষিত থাকেন।’ আর সেকারণেই সলমন খান এমন অলিখিত নিয়ম জারি করেছেন বলে জানান পলক।
আসলে সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ অভিনয় করার সুযোগ পাওয়ার আগে সহ পরিচালক হিসাবে কাজ করেছেন পলক তিওয়ারি। ২০২১-এ মুক্তি পাওয়া অ্যান্টিম: দ্য ফাইনাল ট্রুথ-এ পরিচালক মহেশ মাঞ্জরেকরের সহকারী ছিলেন পলক। সেই ছবিতেও ছিলেন সলমন খান। সেখানে কাজ করার সময়ই শ্যুটিংয়ে সলমনের সঙ্গে কাজ করার নিয়ম নীতির সঙ্গে পরিচয় হয়েছিল পলকের। সম্প্রতি সেটা নিয়েই মুখ খুলেছেন শ্বেতা তিওয়ারি কন্যা।